নতুন ফেনী ডেস্ক>>
বর্ণাঢ্য আয়োজনে ফেনী রিপোর্টার্স ইউনিটির ৪র্থ বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী র্যালী, রক্তদান কর্মসূচি, সদস্যদের নিয়ে ফ্যামেলী নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিটি কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ফেনী সরকারী কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম, সহকারী পুলিশ সুপার সাইফুল হক, ফেনী সরকারী কলেজের উপাধ্যক্ষ মহি উদ্দিন চৌধুরী, ফেনী পৌরসভার প্যানেল মেয়র-১ মোসলেহ উদ্দিনহাজারী বাদল, স্টারলাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক যতন মজুমদার এবং ফেনীতে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠান শুরু হয়।
উল্লেখ্য, ২০১০ সালের এ দিনে ফেনীতে কর্মরাত সাংবাদিকদের নিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩১ জন।
সম্পাদনা: আরএইচ/এমইউপি