দিদারুল আলম পাটোয়ারী।
একটি দেশের ন্যায়, নীতি সত্য ও সংস্কৃতি বিকাশের জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। দেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে বিভাগ, জেলা শহর ও অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। একটি দেশ ও অঞ্চলকে বিশ্বের বুকে দাঁড়ানোর জন্য গণমাধ্যম পা হিসাবে কাজ করে। ফেনী জেলায় অনেক সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টাল রয়েছে, ফেনী জেলার উন্নয়নের জন্য বিশেষ ভুমিকা পালন করে থাকে সবগুলা গণমাধ্যম। জেলার সর্বস্তরের খবর, সংস্কৃতি, জনকল্যাণ, শিক্ষা, খেলাধূলা, ধর্ম ও বিনোদন ইত্যাদি প্রকাশ করে থাকে ফেনী জেলার প্রতিটি গণমাধ্যম।
ফেনী জেলায় অনেক অনলাইন নিউজ পোর্টাল রয়েছে তারমধ্যে ‘নতুন ফেনী’ অনেক বেশি জনপ্রিয়। গত তিন বছরে ‘নতুন ফেনী’ জেলার সর্বস্তরের মানুষের মনের খবর প্রকাশ করে আসছে। সত্য, ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘নতুন ফেনী’ ভূমিকা অন্যতম। অনলাইন নিউজ পোর্টালের মধ্যে ‘নতুন ফেনী’ এগিয়ে থাকার কারণ হলো: দেশ, জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, এক্সক্লুসিভ বিনোদন, সাহিত্য, মুক্ত কলাম, তথ্য প্রযুক্তি, ফেনী জব’স এবং বিশেষ ক্রোড়পত্র ও বিশেষ ম্যাগাজিন সংখ্যা প্রকাশের ক্ষেত্রে ‘নতুন ফেনী’ অনেক বেশি এগিয়ে।
অনলাইন নিউজ পোর্টাল থেকে প্রাপ্তি যেমন অনেক, আবার মাঝে মাঝে দারুন হতাশও হইতে হয়। কারণ কথায় আছে,‘যত গতি তত ক্ষতি’ কিছু কিছু অনলাইন নিউজ পোর্টাল সত্য মিথ্যা যাচাই না করে মাঝে মাঝে বিভ্রান্ত্রিকর নিউজ প্রকাশ করে থাকে, যাহা অনেক সময় সমাজে বড় সমস্যা সৃষ্টি হয়ে থাকে। এক, দুই ও তিন শেষ করে ‘নতুন ফেনী’ আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমারা চাই ‘নতুন ফেনী’ কোন গণনার মধ্যে না থেকে অনন্তকাল ফেনী জেলার সকল মানুষের পক্ষে থাকবে। ‘নতুন ফেনী’ থেকে প্রাপ্তি অনেক, যত চাই তত পাই, সুতরাং চাওয়ার আশা আরো অনেক বড় হচ্ছে। ‘নতুন ফেনীর’ সাথে সংশ্লিষ্ট সকলের জন্য ও ‘নতুন ফেনী’ র জন্য অনেক অনেক শুভ কামনা ।
লেখক: ব্যবসায়ী, লস্করহাট, ফেনী