দৈনিক ইনকিলাব পত্রিকার ফেনীর সাবেক আঞলিক অফিস প্রধান মরহুম সাংবাদিক আবদুল হকের ৭ম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, জেলার চারণ সাংবাদিক আবদুল হক ছিলেন ফেনীর সাংবাদিকতার গর্ব। তিনি সঠিক সময়ে সত্য ঘটনাটি তুলে ধরতে কখনো পিছপা হতেন না। রবিবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বক্তারা।
এদিকে স্মরণসভার আলোচনায় সিনিয়র জুনিয়র সকল সংবাদকর্মী আবদুল হকের নামে তার বাড়ি সংলগ্ন উত্তর গোবিন্দপুর সিলোনিয়া-লালপুল সড়কের নামকরণ করার জোরালো দাবী জানান। সাংবাদিকরা অনেক আগে থেকে এ দাবী করে এসেছেন, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ ব্যাপারে আশ্বস্ত করেছে। তারপরও আবদুল হকের মৃত্যুর ৭ বছর অতিক্রান্ত হলেও সড়কের নামকরণ সম্ভব হয়নি।
ইউনিটির সভাপতি জহিরুল হক মিলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহিরুল হক মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সমকালের নিজস্ব প্রতিবেধক শাহজালাল রতন, ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক সেক্রেটারী ভোরের কাগজের ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন, সাবেক সহ-সভাপতি ও মসিমেলার সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, স্টারলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, ইউনিটির কোষাধ্যক্ষ আলি হায়দার মানিক, ফেনী প্রেসক্লাবের সভাপতি আজাদ মালদার, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারী শেখ ফরিদ উদ্দিন আক্তার, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক নয়াপয়গাম পত্রিকার সম্পাদক এনামুল হক পাটোয়ারী, মরহুম আবদুল হকের বড় ছেলে দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি মো: ওমর ফারুক, সাপ্তাহিক নিহারীকার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুর আমিন রিজভী, অজৈয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বণিক বার্তার ফেনী প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, ফেনীর সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি এম এ জাফর, দৈনিক দিনকালের ফেনী প্রতিনিধি মফিজুর রহমান, ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক জিয়া উদ্দিন বাবলু, সাপ্তাহিক প্রতিক্রিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, মানব জমিন ফুলগাজী প্রতিনিধি লোকমান আলী বিএসসি,নির্ভীকের নির্বাহী সম্পাদক ওমর ফারুক। আলোচনা শেষে মরহুমের জন্য দোয়া পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।
সম্পাদনা: আরএইচ/এনকে







