ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের রোষানলের শিকার ফেনীর চার সাংবাদিককে ৮টি মামলায় স্থায়ী জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন সাংবাদিকরা। জেলা ও দায়রা জজ সাঈদ আহম্মদ তাদের স্থায়ী জামিন আদেশ দেন। জামিন আবেদনের পক্ষে ছিলেন এডভোকেট আক্রামুজ্জামান। এছাড়া সিনিয়র আইনজীবী আবু তাহের, লক্ষণ বণিক, জাহিদ হোসেন খসরু, নুর হোসেন, নুরুল আমিন খান, আশ্রাফুল হক, শাহজাহান সাজু, মিজানুর রহমান সেলিম, গাজী তারেক আজিজ, এমদাদ হোসেন, এমদাদুল হক মাসুদ ও সিরাজুল ইসলাম মিন্টু সহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ।
এর আগে ২ জুলাই হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বে চার সপ্তাহের জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ মহসিন কবির, আজিজুর রহমান ও এসএম সালেহ আহমেদ।
জামিন প্রাপ্ত সাংবাদিকরা হলেন- আলোকিত ফেনী সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক অধিকার প্রতিনিধি ও অনলাইন পোর্টাল ফেনী রিপোর্ট’র সম্পাদক এসএম ইউসুফ আলী, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট সোলায়মান হাজারী ডালিম এবং দৈনিক সময়ের আলো প্রতিনিধি ও দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন পাটোয়ারী।
সম্পাদনাঃ আরএইচ/ এসএইচডি







