নিজস্ব প্রতিনিধি>>
ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও সাপ্তাহিক মুহুরীর নির্বাহী সম্পাদক সাহাব উদ্দিন মজুমদারের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে ৪ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় ইউনিটি কার্যালয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যতন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত জরুরী সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে বুধবার কালো ব্যাচ ধারণ, জানাযা-দাফনে অংশগ্রহণ ও মরদেহে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, বৃহস্পতিবার কোরআন খানি ও দোয়া, শুক্রবার পৌর এলাকার সকল মসজিদে দোয়া এবং শনিবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে শোকসভা ও মিলাদ মাহফিল।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ এম এ জাফর, ক্রীড়া সম্পাদক এস এম ইউসুফ আলী, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল আমিন রিজভী, প্রচার সম্পাদক মো: ওমর ফারুক, নির্বাহী সদস্য ওছমান হারুন মাহমুদ দুলাল, শুকদেব নাথ তপন, আলী হায়দার মানিক ও মাঈন উদ্দিন প্রমুখ।
এছাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে তাঁর স্মরণে একটি শোক বই খোলা হয়েছে।
সম্পাদনা: আরএইচ
সাংবাদিক সাহাব উদ্দিন মজুমদারের মৃত্যুতে এফআরইউ’র ৪ দিনের শোক







