নতুন ফেনী ডেস্ক>>
ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও সাপ্তাহিক মুহুরী পত্রিকার নির্বাহী সম্পাদক সাহাব উদ্দিন মজুমদারের মৃত্যুতে ফেনী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছে। বুধবার বিকালে ফেনী প্রেস ক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার ও সাধারণ সম্পাদক জমির বেগ্ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোকবানী দেন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহাব উদ্দিন মজুমদার তাঁর জীবদ্দশায় সাংবাদিকতা পেশা লালনের মধ্য দিয়ে সমাজকে অনেক দিয়েছেন। তাঁর মৃত্যুতে ফেনীবাসির অপূরণীয় ক্ষতি হয়েছে। ফেনীর সাংবাদিক পরিবার হারিয়েছেন তাদের একজন স্বজন। বিজ্ঞপ্তিতে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এছাড়াও ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফেনী শহর ছাত্রশিবির, বিজয় সংঘ ফেনীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক- সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন শোক প্রকাশ করেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন সাংবাদিক সাহাব উদ্দিন মজুমদার। পরে বুধবার বাদ যোহর জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদনা: আরএইচ
সাংবাদিক সাহাব উদ্দিন মজুমদারের মৃত্যুতে প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক







