নুরুল করিম মজুমদারের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক • নতুন ফেনীনতুন ফেনী নুরুল করিম মজুমদারের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নুরুল করিম মজুমদারের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৪ অপরাহ্ণ, ০৫ জুলাই ২০২০

ফেনীর প্রবীণ সাংবাদিক নুরুল করিম মজুমদারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন সংগঠন। রোববার রাতে ফেনী প্রেসক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন।

নুরুল করিম মজুমদারের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ফেনী প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আরএম আরিফুর রহমান। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে তারা জানান, ফেনীবাসী মূল্যবান সম্পদকে হারালো। তার রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

একইভাবে সাংবাদিক নুরুল করিম মজুমদারের মৃত্যুতে শোক জানিয়েছেন ফেনী রিপোর্টর্স ইউনিটির সভাপতি জাফর সেলিম ও সাধারণ সম্পাদক যতন মজুমদার। তারা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে সাংবাদিক নুরুল করিম মজুমদারের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরাম। সংগঠনের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভুঁইয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তারা বলেন, ফেনীতে সাংবাদিকতার বাতিঘর খ্যাত এই কৃতি সন্তানের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।

প্রবীণ সাংবাদিক নুরুল করিম মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনলাইন নিউজপোর্টাল নতুন ফেনীর সম্পাদক রাশেদুল হাসান। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.