কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিম গুরুতর অসুস্থ হয়ে ফেনী জেনারেল হাসপাতালের সিসিইউতে রয়েছেন। রোববার রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করলে শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
সাংবাদিক জাফর সেলিম ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক নির্ভিক সম্পাদক ও প্রকাশক এবং এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি পদে কাজ করছেন। এদিকে তার সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার আবুল খায়ের মিয়াজী জানান, জাফর সেলিম আগের চেয়ে কিছুটা ভালো আছে তবে করোনা পরিক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর পজেটিভ হলে সে অনুযায়ী চিকিৎসা দেয়া হবে বলে তিনি জানান।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি