ছাগলনাইয়ায় সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন’র পুত্র মোঃ ফাহিম মুনতাসির নুহাশ ও তার বন্ধু আদিব হাসানের জন্মদিন উপলক্ষে ইফতার মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার পৌর শহরের গণপাঠাগার মিলনায়তনে ইফতার মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজনে প্রধান অতিথি ছিলেন, ফেনীর সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন রানা। মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হোসাইন আহাম্মদ ভূঁইয়া, হেফাজত ইসলাম বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলা আমীর মাওলানা আনোয়ার উল্যাহ ভূঁইয়া ও রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলানা মঞ্জুরুল মাওলা সরদার।
সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) কাজী মোঃ রফিক আহমেদ, ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব বদরুদ্দোজা ভূঁইয়া তারেক,
ছাগলনাইয়া প্রেসক্লাব সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ শেখ কামাল, মোঃ নুরুজ্জামান সুমন, আবদুল আউয়াল চৌধুরী ও নজরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী মিজানুর রহমান পাটোয়ারী জুয়েল ও আবদুর রহমান ও ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিফাত উদ্দিন শাহরিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোঃ ফাহিম মুনতাসির নুহাশ ও তার বন্ধু আদিব হাসান ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
সম্পাদনা: আরএইচ