নির্ভীক সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে ফেনীতে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা।
বুধবার (২ অক্টোবর) বিকালে শহরের ট্রাংক রোডের প্রেস ক্লাব চত্ত্বরে ফেনীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক -সুজন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদের পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, জামায়াতে ইসলামীর জেলা প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, ভাসানী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, জেলা গেরিলা মুক্তিযোাদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, আরটিভি ও যায়যায়দিন প্রতিনিধি আজাদ মালদার, আমার সংবাদ প্রতিনিধি ইউসুফ আলী, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান।
এছাড়া দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ জাফর, শিক্ষক নেতা মহিউদ্দিন খন্দকার, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান, সময় টিভির সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, যমুনা টিভি প্রতিনিধি আরএম আরিফ রহমান, একাত্তর টিভি প্রতিনিধি নুরুজ্জামান সুমন, এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজম, দেশ রুপান্তর প্রতিনিধি শফিউল্যাহ রিপন, নিহারীকা নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মিজানুর রহমান, ভোরের ডাক প্রতিনিধি ইলিয়াছ সুমন, সকালের সময় প্রতিনিধি সাইফুল ইসলাম, ভোরের দর্পণ প্রতিনিধি হাবীব মিয়াজী, ইত্তেফাক প্রতিনিধি এম এ আকাশ, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন প্রমুখ গণমাধ্যমকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
এসময় বক্তারা, সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ফ্যাসিবাদ সরকারের দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী জানান।
সম্পাদনাঃ আরএইচ