কামাল উদ্দিন সবুজ দৈনিক দেশ রূপান্তর সম্পাদক – নতুন ফেনী কামাল উদ্দিন সবুজ দৈনিক দেশ রূপান্তর সম্পাদক – নতুন ফেনী
 ফেনী |
১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কামাল উদ্দিন সবুজ দৈনিক দেশ রূপান্তর সম্পাদক

নতুন ফেনী ডেস্কনতুন ফেনী ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫১ অপরাহ্ণ, ০২ জানুয়ারি ২০২৫

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। জাতীয় প্রেস ক্লাবের সাবেক এ সভাপতি সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুনের স্থলাভিষিক্ত হলেন। বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় দেশ রূপান্তর পত্রিকার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব বুঝে নেন।

এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুন, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশসহ দেশ রূপান্তরের বিভিন্ন বিভাগের সাংবাদিক ও কর্মীরা। অনুষ্ঠানে সকল সহকর্মীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ রূপান্তর পত্রিকার চিফ রির্পোটার আশরাফুল হক রাজীব।

কামাল উদ্দিন সবুজ ফেনী শহরের ডাক্তারপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করেছেন। ১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সেখানে তিন বছর কাজ করার পর ১৯৮৮ সালে তিনি দেশের প্রথম ইংরেজি নিউজ এজেন্সি ইউএনবিতে যোগ দেন। সেখানে প্রায় সাড়ে ৩ বছর কাজ করার পর ১৯৯১ সালে তিনি বাসসে (বাংলাদেশ সংবাদ সংস্থা) কাজ শুরু করেন। সর্বশেষ তিনি জ্যেষ্ঠ বার্তা সম্পাদক ছিলেন। কামাল উদ্দিন সবুজ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

casibomcasibom girişcasibomcasibom girişcasibom güncel girişjojobet güncel girişcasibom girişcasibom güncel girişcasibomcasibom girişcasibom güncel girişjojobetjojobet girişcasibomcasibom girişcasibom güncel girişjojobetjojobet girişjojobet güncel girişkavbetkavbet girişkavbetkavbet girişkavbetkavbet girişcasibom güncel girişmarsbahismarsbahis girişmarsbahis güncel girişholiganbetholiganbet girişholiganbet güncel girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibomcasibom girişcasibom güncel girişcasibomhttps://casibom-oyunlar.net/casibomcasibom girişcasibom girişcasibom bonuscasibomcasibomcasibom girişcasibom güncel girişcasibomcasibomcasibom girişcasibomcasibomcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom giriş
Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.