বারইয়ারহাট পৌরসভা নতুন ভবনে দায়িত্ব নিলেন নতুন মেয়র • নতুন ফেনীনতুন ফেনী বারইয়ারহাট পৌরসভা নতুন ভবনে দায়িত্ব নিলেন নতুন মেয়র • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বারইয়ারহাট পৌরসভা নতুন ভবনে দায়িত্ব নিলেন নতুন মেয়র

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০২ অপরাহ্ণ, ২৪ মার্চ ২০২১

বারইয়ারহাট পৌরসভার দৃষ্টিনন্দন নতুন ভবন উদ্বোধন করলেন মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পাশাপাশি আওয়ামী লীগের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম খোকনও একই সময় নিজের দায়িত্বভার গ্রহণ করেন। বুধবার বেলা সাড়ে ১২টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভবন উদ্বোধনের পর নতুন মেয়রকে দায়িত্বভার বুঝিয়ে দেন সদ্য বিদায়ী মেয়র নিজাম উদ্দিন।

এসময় মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের সদ্য বিদায়ি মেয়র নিজাম অনেক কাজ করেছে। নতুন মেয়র খোকন বেশ সাহসি ও উদ্যেমি। আশা করছি বারইয়ারহাট পৌরসভার সামগ্রিক উন্নয়নে মেয়র বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করবে।’
এদিকে দায়িত্ব গ্রহণের পর বারইয়ারহাট পৌরসভার নতুন মেয়র রেজাউল করিম খোকন বলেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহোদয়ের মত নেতা আমাদের অভিভাবক হিসেবে আছেন। তাঁর সহযোগিতা নিয়ে আমার নির্বাচনী ইশতেহারে যা উলে­খ আছে একটি একটি করে সবকটি উন্নয়ন কাজ সম্পন্ন করার চেষ্টা করবো।’

ওইদিন পৌরসভার ভবন উদ্বোধন ও নতুন মেয়রের দায়িত্বভারগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার সদ্য বিদায়ি মেয়র নিজাম উদ্দিন প্রমুখ।
সম্পাদনা:আরএইচ/এমই

 

 

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.