ফের শুরু হচ্ছে প্রথম ডো‌জের টিকাদান • নতুন ফেনীনতুন ফেনী ফের শুরু হচ্ছে প্রথম ডো‌জের টিকাদান • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফের শুরু হচ্ছে প্রথম ডো‌জের টিকাদান

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪০ পূর্বাহ্ণ, ১৫ জুন ২০২১

১৯ জুন থেকে ফের শুরু হচ্ছে প্রথম ডো‌জের টিকাদান কার্যক্রম। টিকা গ্রহণের জন্য আগে যারা নিবন্ধন ক‌রে‌ছেন তা‌দের অগ্রাধিকার ভি‌ত্তি‌তে চীনের সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা প্রদান করা হ‌বে।

সোমবার (১৪ জুন) রাজধানীর মহাখালীর বি‌সি‌পিএস অডিটোরিয়ামে সাংবাদিকদের কাছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

তি‌নি বলেন, বাংলাদেশকে মোট ১১ লাখ ডো‌জ সিনোফার্মের টিকা উপহার দিয়েছে চীন। এর মধ্যে ৩০ হাজার ডোজ এ দেশে কর্মরত নিজেদের কর্মীদের জন্য দিয়েছে চীন। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের পাঁচ লাখ ৩৫ হাজার মানুষকে দেয়া যাবে।

মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে করোনা আবার বাড়ছে। এখন থেকেই সবাইকে আবার সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম। করোনা বেশি বাড়লে সেবাও ব্যাহত হবে।

এছাড়া ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা এসেছে বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের মাধ্যমে। কোভ্যাক্স বাংলাদেশকে মোট এক কোটি ডোজ টিকা দেবে। শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ৮০০ ডোজ টিকা দেশে আসবে।

এদিকে সিনোফার্মের এক কোটি ডোজ টিকা কেনার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.