মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কদের প্রথম সভা সম্পন্ন হয়েছে। সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) বিকেলে ডোমখালী এলাকায় আহবায়কের বাড়িতে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম চেযারম্যান,নুরুল আবছার চেয়ারম্যান, আজিজুর রহমান চৌধূরী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জসিম উদ্দিন, এফ কবির, রফিকুজ্জমান চেযারম্যান।
বক্তারা সাংগঠিক শৃংখলা প্রতিষ্ঠা ও ঐক্য সুদৃঢ় করে সংগঠনকে শক্তিশালী করার গুরুত্ব আরোপ করেন। সভার সভাপতি দলের আহবায়ক শাহীদ চৌধুরী বলেন, দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু কোন গ্রুপিং কে পশ্রয় দেয়া যাবে না।
সম্পাদনাঃ আরএইচ/এমএমইউ