দাগনভূঁঞায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জে. (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে ও দাগনভূঁঞা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাছিম পাটোয়ারীর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ফেনী পুলিশ সুপার জাকির হাসান, দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শাবরীন, থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আবুল হাসিম, মুক্তিযোদ্ধা কমান্ডার পেয়ার আহমেদ, শহীদ সালামের ছোট ভাই আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে স্থানীয় শিল্পীবৃন্দ।
এর আগে সালাম নগরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-৩ আসনের সাংসদ, ফেনী জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় ভাষা শহীদ সালামের পরিবারের পক্ষে তার ছোট ভাই আব্দুল করিম সহ পরিবারের ব্যক্তিবর্গ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সম্পাদনাঃ আরএইচ