ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ছাগলনাইয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল’র সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র পরিচালনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস বিবি জুলেখা শিল্পী, থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ হাসান ইমাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয়,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মমিন, বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা এবং ইফতার তুলে দেওয়া হয়।
সম্পাদনাঃ আরএইচ