সোনাগাজীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ভূমিসহ ঘর পেলেন ১২২ হতদরিদ্র গৃহহীন পরিবার।
মঙ্গলবার (১১ জুন) সকালে গণভবন থেকে অনলাইনে যুক্ত থেকে পঞ্চম ধাপে সারাদেশে ১৮হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর কার্য্যক্রমের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় জাতীয় অনুষ্ঠানের সাথে যুক্ত থেকে সোনাগাজীতে ১২২টি গৃহহীন পরিবারের মাঝে ভূমি মালিকানার কাগজপত্রসহ ঘরের চাবি প্রদান করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, এলজিইডি প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ, থানার পুলিশ পরিদর্শক (ওসি) সুদীপ রায় পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা অজেয় কুমার শীল, মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা প্রমুখ।
ঘর পেয়ে বিবি আয়েশা সুমি নামে এক নারী বলেন, আমাদের জীবনটা শুধুই কষ্টের, অপরের ভাঙ্গা ঘরে আশ্রিত হয়ে থাকি, বৃষ্টি হলে ঘরে পানি পড়ে ঘুমাতে পারিনা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের কে নিজের ঘর সহ ভূমির মালিক করে দেয়ার জন্য, এখন নিজের একটা ঠাকানা হয়েছে যা জীবনে কল্পনাও করতে পারিনি।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সোনাগাজীতে
এ পর্যন্ত ৬২২ পরিবারকে ভূমিসহ ঘর প্রদান করা হয়েছে। মঙ্গলবার পঞ্চম ধাপে আরো ১২২ পরিবারকে ভূমিসহ ঘর প্রদান করা হলো, এর মধ্যে মঙ্গকান্দি ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্রে ৬৪ পরিবার এবং চরচান্দিয়া ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্রে ৫৮ পরিবার কে ভূমি সহ ঘর প্রদান করা হয়েছে।
সম্পাদনাঃ আরএইচ