বন্যা নিয়ন্ত্রনে টেকসই বাঁধ নির্মাণ ও খাল, নদী খনন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
শবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়ায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি। অল্প একটু যা সমস্যা হয়েছে, তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। সেখানে নেট সেবা নির্বিঘ্ন আছে।
তিনি আরও বলেন, বন্যা ভারতের উজানের পানিতে সৃষ্টি হয়েছে। আমরা আগেও বলেছি, ভরত যা করেছে তা ঠিক হয়নি। বন্যায় যে বাঁধ সমূহ ক্ষতিগ্রস্থ হয়েছে তা সংস্কার করা হবে এবং নদী-খাল পুন:খনন করে প্রাকৃতিক দুর্যোগে বন্যার পানি যাতে দ্রুত সরে যেতে পারে সে ব্যবস্থা গ্রহন করা হবে। ত্রাণ কার্যক্রম সন্তোষজনকভাবে হয়েছে। পুনর্বাসন কার্যক্রমও চলমান আছে। আশা করছি সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবে না। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন এবং দ্রুত সময়ে পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল প্রমুখ।
সম্পাদনাঃ আরএইচ