মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌণ নিপীড়নের পর পুড়িয়ে হত্যায় সরাসরি অংশ নেওয়া তার সহপাঠী কামরুন নাহার মণিকে নিয়ে ঘটনাস্থল ও বোরকার দোকান পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার দুপুরে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাইক্লোন শেল্টারের তৃতীয় তলাসহ পুরো ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাফি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম বলেন, রাফি হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কামরুন নাহার মণিকে বুধবার থেকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবালের নেতৃত্বে একটি দল মণিকে নিয়ে সোনাগাজী পৌর শহরের মানিক মিয়া প্লাজায় ওয়ার্ল্ড ফেমাস বোরকা হাউস নামে একটি বোরকা দোকানে গিয়ে দোকান মালিকের সঙ্গে কথা বলে। পরে পিবিআইয়ের দলটি সোনাগাজী মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদের রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে রাফিকে কীভাবে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে, তার বিবরণ দেন মণি।
সাংবাদিকরা মানিক মিয়া প্লাজায় ওয়ার্ল্ড ফেমাস বোরকা হাউসের মালিক জসিম উদ্দিনকে বোরকা ক্রয় সংক্রান্ত বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, মণি আমার দোকান থেকে একসাথে তিনটি বোরকা ক্রয় করেননি। তবে মাঝে মাঝে বান্ধবীদের নিয়ে সে আমার দোকান থেকে বোরকা কিনতো।
মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম আরও বলেন, গ্রেপ্তার হওয়া মণির কাছ থেকে হত্যাকান্ডের বিস্তারিত তথ্য পাওয়া গেছে। হত্যাকান্ডে অংশ নেওয়া পুরুষদের গায়ে থাকা বোরকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি