দেশে এখন গণতন্ত্র নেই; আছে ধর্ষণ ও হত্যাতন্ত্র • নতুন ফেনীনতুন ফেনী দেশে এখন গণতন্ত্র নেই; আছে ধর্ষণ ও হত্যাতন্ত্র • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে এখন গণতন্ত্র নেই; আছে ধর্ষণ ও হত্যাতন্ত্র

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২৮ অপরাহ্ণ, ২৪ এপ্রিল ২০১৯

দেশে এখন গণতন্ত্র নেই, আছে শুধু ধর্ষণ ও হত্যাতন্ত্র বলেছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। বুধবার দুপুরে সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের পর হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবীতে অনুষ্ঠিত মানববন্দনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে এখন খুন, ধর্ষণ ও গুমের বিচার হয়না। বিচারহীন সংস্কৃতির কারণে খুন, ধর্ষণ ও গুম বেড়ে গেছে। দেশে যদি ন্যায় বিচার থাকতো, একটি ধর্ষণ ও হত্যাকান্ডের বিচার হতো, তাহলে নুসরাতকে আগুনে পুড়ে জীবন দিতে হতো না। ধর্ষকদের হাত থেকে নারী ও শিশু কেউই রেহাই পাচ্ছেনা।

আফরোজা আব্বাস বলেন, অনেক হয়েছে, মনে রাখবেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেননা। নুসরাতের খুনিদের শুধু গ্রেপ্ততার করলে হবেনা। তার পরিবারকে টাকা দিলে, তার ভাইকে চাকুরী দিলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবেনা। তার খুনিদেরকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করতে হবে

আফরোজা আব্বাস আরো বলেন, সরকার বলেছে এ সরকার নারী বান্ধব সরকার অথচ এই সরাকারের আমলেই সবচেয়ে বেশী নারী ধর্ষিত আর নির্যাতনের শিকার হতে হয়েছে। মিথ্যা মামলায় আমাদের কারাবন্দি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আমরা দেশব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছি।

ফেনী জেলা মহিলা দলের সভানেত্রী জুলেখা আক্তারের সভাপতিত্বে মানবন্দনে কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নেওয়াজ হালিমা আর্নি, সাধারণ সম্পাদিকা সুলতানা আহম্মদ, যুগ্ম-সম্পাদিকা এডভোকেট শাহানা আক্তার শানু, বেগম ফাতেমা বাদশা, প্রচার সম্পাদিকা নাজনীন মাহমুদ, চট্টগ্রাম মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণি, সহ-সভানেত্রী জেসমিনা খানম, শাহীদা বেগম, সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদিকা আঁখি সুলতানা, জেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, প্রচার সম্পাদক গাজী হাবিব উল্যাহ মানিক প্রমূখ।

মানববন্ধন শেষে তারা সোনাগাজী পৌর এলাকার উত্তর চরচান্দিয়া গ্রামের নুসরাতের বাড়িতে গিয়ে নুসরাতের মাসহ পরিবারের সদস্যদের সমবেদনা জানান। মীর্জা আব্বাসের ক্যক্তিগত তহবিল থেকে নুসরাতের পরিবারকে এখ লাখ টাকা ও সৌদি আরব রিয়াদ বিএনপির পক্ষ থেকে ৪০ হাজার টাকার অনুদান তুলে দেন।

এদিকে নুসরাত হত্যার বিচারের দাবীতে আজো উত্তাল রয়েছে সোনাগাজী। সকাল থেকে সোনাগাজী মুন্সী খুরশিদ আলম বালিকা উচ্চ বিদ্যালয়, মতিগঞ্জ আর. এম. হাট কে. উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বিচারের দাবীতে মানববন্দন করেছেন।

একইদিন শহরের ফেনী প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ফেনী জেলা শাখা। মানববন্ধনে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারী পুলিন কুমার নাথ, সহ-সভাপতি আবদুল কুদ্দুস সুমন ও অরুণ দত্ত, সদস্য সালেহ আহাম্মদ, সোনাগাজী শাখার সভাপতি নুর নবী, সদস্য আবুল হাশেম, ছাগলনাইয়া উপজেলা শাখা কমিটির সদস্য কাজী ওমর ফারুক প্রমুখ। মানববন্ধনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা কমিটির সদস্য বৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তারা নুসরাত হত্যাকারীর পরিকল্পনাকারী খুনি সিরাজ উদ্যোলাসহ সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানায়। মানববন্ধনে সংগঠনের শত শত সদস্য অংশগ্রহণ করেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.