ছাগলনাইয়ায় প্রতিবন্ধী মজিবুল হক’র পাশে হেল্পিং মাইন্ড
ছাগলনাইয়ায় শারীরিক প্রতিবন্ধী মজিবুল হক'র পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিং মাইন্ড।
শনিবার সকালে পোর্টল্যান্ড গ্রুপের অর্থায়নে প্রতিবন্ধী মজিবুল হক'র ব্যবসা পরিচালনা করার জন্য একটি ফ্রীজসহ সকল পণ্যসামগ্রী ক্রয় ও সমাজকর্মী নেসার'র সহযোগিতায় একটা হুইল চেয়ার নিয়ে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী ভূঁঞা মসজিদ সংলগ্ন দীঘির পাড়ে তার দোকানে যান স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিং ...