ফেনীতে লায়ন্স ক্লাব অব ফেনী, লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী ও লায়ন্স ক্লাব অব ফেনী অর্কিড’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের শহীদ শহীদউল্লাহ কায়সার রোডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি ২ এর মাননীয় জেলা গভর্ণর লায়ন আশফাকুর রহমান এমজেএফ।
লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন মোজাম্মেল হক বাবুল সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫ বি২ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কাজি সাইফুল ইসলাম পি এম জে এফ, জেলা ৩১৫ বি২ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন মোবারক হোসেন এমজেএফ, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব রুহুল আমিন ভূঁঞা।
লায়ন মোর্শেদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ল্যাডি গভর্নর লায়ন আয়েশা সিদ্দীকা, কেবিনেট সেক্রেটারি লায়ন আবুল ফজল হামিদ উদ্দিন আহমেদ, ল্যাহি কেবিনেট সেক্রেটারি, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) এটিএম নজরুল ইসলাম এমজেএফ ও লায়ন এ বি এম আনোয়ারুল বাসেত, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এএফএম দেলোয়ার জগলু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন জেলার রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আনোয়ার হোসেন ভুঁইয়া, লায়ন শফিক উল্যাহ নান্টু, লায়ন জাপর ইকবাল, লায়ন শফিউল আলম শামীম, লায়ন আমেনা আক্তার পলি, জি এল টি কো অর্ডিনেটর লায়ন নেয়ামত উল্যাহ বাবু, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন শাহাদাত হোসেন এমজেএফ, লায়ন কাজি তারিফুল ইসলাম, লায়ন মিয়া মো. রোকন উদ্দিন আকমল, লায়ন এ এইচ এম মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও লায়ন ওমর ফারুক ভুঁইয়া বেলাল, জোন চেয়ারপার্সন ও লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন তানভীর আহমেদ সিদ্দীকী, জোন চেয়ারপার্সন মনোয়ারা বেগম রাণী, ডা. শহিদুল ইসলাম, জোন চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর প্রেসিডেন্ট লায়ন মহি উদ্দিন মাহি, লায়ন এড. নুরুল আমিন খান, লায়ন নুরের নাহার খানম ডেইজী ও তিনটি লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ,সেক্রেটারি ও ট্রেজারার ও অন্যান্য লায়নবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এডি







