ফেনীতে দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা ‘ফলো ইওর ড্রীম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফেনী জেলা শিল্পকলা একাডমী মিলনায়তনে অনুষ্ঠিত র্কমশালাটির আয়োজন করেন ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট নেটওয়ার্ক’।
কর্মশালায় প্রধান স্পীকার হিসেবে বক্তব্য দেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। আরো বক্তব্য রাখেন অপটিমেক্স কমিউনিকেশন’র সিইও ইকবাল বাহার জাহিদ, উইডিং ডাইরি বাংলাদেশ’র সিইও প্রীত রেজা, চ্যানেল টুয়েন্টি ফোর এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ফারাবি হাফিজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট‘র আইনজীবি এডভোকেট রাশিদা চৌধুরী নীলা।
বাংলাদেশের সর্বোচ্চ ৪ বারের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করা ফেনী পলিটেকনিক ইনিস্টিটিউটের ছাত্র কনক কর্মকার তার নৈপূণ্য প্রদর্শন করেন ।
কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রো. জালাল উদ্দিন বাবলু, পরিচলক ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ। বিশেষ অতিথি ছিলেন মোঃ মাঈন উদ্দিন, পরিচালক স্টার লাইন গ্রুপ। আরো উপস্থিত ছিলেন মোঃ আলী ,স্বত্তাধীকারী ভূঞাঁ ট্রান্সপোর্ট, সাইফুর রহমান ফাহাদ, ব্যাবষ্থাপনা পরিচালক দি বিগ বাজার সুপার শপ, শেখ মারুপ চেয়ারম্যান ও ফাউন্ডার ইয়ুথ এমপাওয়ারমেন্ট নেটওয়ার্ক, নাঈমুর রহমান চৌধুরী – কো-ফাউন্ডার,
মাহামুদুল হাসান ইলহাম- কো-ফাউন্ডার ইয়ুথ এমপাওয়ারমেন্ট নেটওয়ার্ক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেনী সরকারি কলেজ বিএনসিসি‘র ক্যাডেট আন্ডার অফিসার হোসাইন আরমান ও ইয়ুথ এমপাওয়ারমেন্ট নেটওয়ার্ক‘র সদস্য জয়ীতা সাহা। দিনব্যাপী এ কর্মশালায় ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সপ্ন দেখা ও বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে বক্তারা দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা শ্রেণী, পেশার প্রায় ৬০০ জন অংশগ্রহন করেন।
সম্পাদনা: আরিইচ/এনজেটি







