ফেনীতে পবিত্র ঈদুল ফিতরেস্বেচ্ছাসেবী সংস্থা তৃপ্তির আহার’ ঈদের বিশেষ উপহার পাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের পরিবার। গোপনীয়তা রক্ষা করে এ উপহার পৌছে দিচ্ছেন সংগঠনের সদস্যরা।
এরআগে করোনা পসিস্থিতিতে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে সবজি বিতরণ ও বিভিন্ন সময় খাদ্য সামগ্রি বিতরণ করে ‘তৃপ্তির আহার’। এবার ঈদে ১শ’ পরিবারের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ উপহার। এতে রয়েছে সেমাই, চিনি, নুডলস, দুধ পাউডারসহ ঈদে খাওয়ার মতো আরো বেশ কয়েকটি পণ্য।
তৃপ্তির আহার’র উদ্যেক্তা ওসমান গণি রাসেল জানান, তৃতীয় প্রচেষ্টায় এবার ১০০ টি পরিবারকে ঈদের উপহার দেয়া হচ্ছে। বরাবরের মতই শতভাগ গোপনীয়তার সাথে কাজটি করবেন তৃপ্তির আহারের কর্মীরা। এ আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সামাজিক সংগঠন তারুণ্যের বন্ধনসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







