ফেনী সদর উপজেলার ধর্মপুর মটুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ‘সাবেক ছাত্র ফোরাম’ এর কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দাখিল ২০০৫ ব্যাচের শিক্ষার্থী সাঈদ ভুঁইয়া, ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দাখিল ২০০৮ ব্যাচের শিক্ষার্থী কবির আহম্মদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন শাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল হালিম, স্থানীয় মেম্বার নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও মেম্বার ইমাম হোসেন পলাশ, আলেয়া আক্তার বেবি মেম্বার এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আবু বক্কর সিদ্দিক সানিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা এমন একটি উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়ে বলেন, এখানে সকল সাবেক একসাথ হয়ে ভালো কাজ করবে আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবং আমরা সবসময় পাশে আছি এই প্রতিষ্ঠানের কল্যাণে’। তিনি এই প্রতিষ্ঠানের সাম্প্রতিক অগ্রগতি ও নতুন ভবনের বিষয়টি তুলে ধরেন এবং সাবেক ছাত্র ফোরামের পক্ষ থেকে তাকে মাদ্রাসার গেট ও সাইড ওয়ালের বিষয়ে অনুরোধ করা হলে তিনি সেটি সাদরে গ্রহণ করে বিবেচনায় নেন।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি







