ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর চৌধুরী বাড়ীর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বর্ষিয়ান রাজনীতিক জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। সোমবার বাদ মাগরিব বাড়ী প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় আজিজ আহম্মদ চৌধুরীর ছোট ভাই আমির আহমেদ চৌধুরী রতন ছাড়াও পরশুরাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, মরহুমের চাচাতো ভাই বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার প্রমুখ বক্তব্য রাখেন। দক্ষিণ আনন্দপুর মাইজগ্রাম জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হুদা। শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে বাদ আসর শহরের মিজান ময়দানে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, মরহুমের ছোট ছেলে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমদ রিয়াদ আজীজ রাজিব। জানাযায় ইমামতি করেন স্টেশন রোড জামে মসজিদের খতিব মাওলানা মনছুরুল হক।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি







