ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন বালিগাঁও ইয়ুথ সোসাইটির উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত। শুক্রবার বিকালে ফেনীর বিজয়সিংহ দিঘীর পাড়ে সংগঠনের সভাপতি সাহাব উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে সংগঠনের উপদেষ্টা নুর উল্লাহ কায়সার, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারি, সহ-সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক হুসাইন আরমান, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম অর্থ সম্পাদক শেখ ফরিদ, যুগ্ম সমাজসেবা সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেস্টা নুর উল্লাহ কায়সার জানান, রক্তদানে সচেতনতা সৃষ্টির লক্ষে দীর্ঘ দিন সংগঠনটি বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচী চালিয়ে আসছে। ইতিমধ্যে ৫ শতাধিক যুবকের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে কার্ড প্রদান করা হয়েছে। এছাড়াও চলতি বছরে সংগঠনটির মাধ্যমে অন্তত ৪ শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে রক্ত প্রদান করা হয়েছে।
সম্পাদনা:এনকে/আরএইচ







