আত্ম মানবতার সেবায় রক্ত দানই অন্যতম মহতি কাজ বলে উল্লেখ করেছেন ফেনীর সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন দিগন্ত। ২২ নভেম্বর রবিবার বিকালে শহরের একটি মিলনায়তনে স্বেচ্ছাসেবী ব্লাড ডোনেশন ক্লাব নির্ভীকের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এএনএম নূরের জমান, ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না, ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদ। বক্তব্য রাখেন, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ইউসুফ আলী, দৈনিক অধিকার ও ফেনী রিপোর্ট ছাগলনাইয়া প্রতিনিধি কবি বকুল আক্তার দরিয়া প্রমুখ।
আহবায়ক কাজী পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনজিও ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক লুৎফুন নাহার পারভীন, দৈনিক সমকালের ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় করোনা কালীন অসহায় মানুষের পাশে থেকে বিশেষ অবদান রাখায় দাগনভূঞা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কায়েস রিপন ও ফেনী কার্ডিয়াক সেন্টার’র ভাইস চেয়ারম্যান তোফায়েল ইসলাম মিলনকে সংগঠনটির পক্ষ থেকে সম্মামনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে জাফর উদ্দিন বলেন, স্টার লাইন গ্রæপ বরাবরই স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আত্ম মানবতার সেবায় স্টার লাইন গ্রুপ সর্বাগ্রে মাঠে থাকার চেষ্টা করে। করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাক্স নিয়ে মানুষের পাশে দাড়িয়েছে। পাশাপাশি কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়ে পাশে থেকেছে। আজ নির্ভীক স্বেচ্ছাসেবী ব্লাড ডোনেশন ক্লাব আমাকে প্রধান উপদেষ্টা মনোনীত করে আত্ম সামাজিক দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। মৃত্যু পথযাত্রী অসহায় রোগীদের রক্ত দিয়ে সহায়তা করা এক বিরাট পূণ্যের কাজ। আমি কোমলমতি শিক্ষার্থীদের এই মহতি উদ্যোগের সাথে একাত্মতা পোষণ করছি।
সম্পাদনা:আরএইচ/এইচআর







