ফুলগাজী বেঁদে পল্লীতে ২৯টি পরিবারকে কম্বল এবং গ্লিসারিন উপহার দিলো সামাজিক সংগঠন তারুণ্যের বন্ধন। ৮ জানুয়ারি ফুলগাজী রেলস্টেশন এসব উপহার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলগাজী থানার এস.আই মেশকে আলম ও মোশারফ হোসেন ।
হাবিব শরীফের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন তারুণ্যের বন্ধনের প্রতিষ্ঠাতা ওসমান গণী রাসেল, সভাপতি নিশাদ আদনান। আলোকিত ব্লাড ডোনেট ফাউণ্ডেশনের ব্যবস্থাপনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা ওসমান গণি রাসেল বলেন, আমরা চেস্টা করি সব সময় অবহেলিত মানুষের পাশে দাড়াতে। শীতবস্ত্র বিতরন প্রজেক্টের আওতায় আমরা আরো কিছু জায়গায় কম্বল, শীতের জামা, গ্লিসারিন বিতরন করবো।
সম্পাদনা:আরএইচ/এইচআর