আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ১২৫ শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা সম্পন্ন করা হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই সুন্নাতে খৎনা ক্যাম্প ফতেহপুর ইসলামীয়া মাদ্রসায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাশ্ববর্তী চার গ্রামের ১২৫ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে সুন্নাতে খৎনা করা হয়েছে।
এই উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফতেহপুর ইসলামীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আতিকুর রহমান পাটোয়ারী। প্রধান অতিথি ছিলেন স্থানীয় শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জানে আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি অবজারভার ও ডিবিসি নিউজ’র প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া। বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবুল বাশার ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. মুজিবুর রহমান, ফেনী সদর উপজেলার ফতেহপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।
আয়োজক কমিটির সভাপতি আবুল বাশার ভূঞা জানান, আজকের (২১ ফেব্রুয়ারী) এ আয়োজনসহ আমাদের পাঠাগারের উদ্যোগে ৬ষ্ঠবার বিনামূল্যে সুন্নতে খৎনার আয়োজন করা হয়েছে। সুন্নাতে খৎনা করানো শিশুদের প্রত্যেককে এক সপ্তাহের ঔষধ, একটি টুপি ও একটি গামছা উপহার দেয়া হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা জানান, গত কয়েক বছর যাবত শহীদ মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে স্থানীয় শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনার আয়োজন করা হচ্ছে। ধারাবাহিক এ আয়োজনের সুনাম অত্র এলাকায় রয়েছে। এতে করে কিছু অসহায় ও দরিদ্র পরিবারের শিশুরা বিনামূল্যে সুন্নতে খৎনার সুযোগ লাভ করছে।







