রোটারী ক্লাব অব চিটাগং এলিটস এর সভাপতি নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোঃ মঞ্জুরুল ইসলাম রায়হান। এর আগে তিনি এই ক্লাবের সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ ভাইসপ্রেসিডেন্ট এর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি রোটার্যাক্ট জেলা সংগঠন-৩২৮২ এর এডিআরআর এর দায়িত্ব পালন করেন।
রায়হান মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের মোঃ সিরাজুল ইসলামের পুত্র। তিনি চিটাগাং এভেন্টস এর সিইও। রায়হান ছাত্রজীবন থেকে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি প্রজন্ম মিরসরাই’র সাবেক সভাপতি ও বর্তমান পরিচালকের দায়িত্ব পালন করছেন। রোটারী ক্লাব অব এলিটস এর সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন ।
সম্পাদনা:আরএইচ/এমইউ







