আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারি ইন্টার ন্যাশনালের বেস্ট ডিস্ট্রিক সার্জেন্ট এট আর্মস হলেন রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রালের সাবেক সেক্রেটারি রোটারিয়ান জাহাঙ্গীর আলম রাজ। তিনি ২০২০-২১ রোটারি বর্ষে রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রালে আরসিসির দায়িত্ব পালন করেন।
চট্রগ্রামের রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত রোটারি আন্তজার্তিক জেলা ৩২৮২ এর কনফারেন্স ও এওয়ার্ড প্রোগামে তাকে সম্মাননা তুলে ডিস্ট্রিক গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ। এ অর্জনে ভূষিত করায় তিনি ডিস্ট্রিক গভর্নরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামীতে যেন আরো ভালো কাজ করে মানবতার সেবায় অবদান রাখতে পারেন সেজন্য সকলের নিকট দোআ চেয়েছেন তিনি।
এর আগে ২০১৯-২০ রোটারি বর্ষে তিনি রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রালের সেক্রেটারি দায়িত্ব পালন করেন। রোটারি ক্লাব ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সেচ্ছ্বাসেবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
সম্পাদনা:আরএইচ/এইচআর







