বালিগাঁও ইউনিয়নের দুই অসহায় পরিবারের পাশে দাড়ালো বালিগাঁও ইউইনয়ন প্রবাসী ফোরাম। শুক্রবার ফোরামের পক্ষ থেকে পরিবার দুটির হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বালিগাঁও ইউনিয়ন প্রবাসী ফোরামের উপদেষ্টা কাজী কামরুল আহসান, শহিদুল ইসলাম পাটোয়ারী, অর্থ সম্পাদক জনাব ফখরুল ইসলাম মিনার ও সদস্য জামাল উদ্দিন পাটোয়ারী এবং বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ ইস্রাফিল হোসেন।
ইউনিয়নের আকরামপুর গ্রামের মুসলিম মিয়ার বাড়ি মোঃ ইলিয়াছকে চিকিৎসার জন্য নগদ বিশ হাজার টাকা ও উত্তর হকদি লোমী পাটোয়ারি বাড়ির নুরের নাহারকে বিয়ের জন্য দশ হাজার টাকা অনুদান দেয়া হয়।
বালিগাঁও ইউনিয় প্রবাসী ফোরাম গ্রুফের এডমিন গোফরান উল্যাহ আশিক জানান, বালিগাঁওয়ের অসহায় মানুষদের পাশে দাড়াতে প্রবাসে থাকা বালিগাঁয়ের বাসিন্দাদের নিয়ে এই গ্রুফ খোলা হয়। ভবিষৎতেও তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদনা:আরএইচ/এইচআর







