লষ্করহাট ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংগঠনের এক বিশেষ সভায় কায়সার মাহমুদকে সভাপতি ও ফাহাদ হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আবু ইউসুফ জনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাগো নিউজের সহ সম্পাদক রাশেদুল হাসান।
ফাহাদ হোসেন সুমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টাস ইউনিটির কোষাধ্যক্ষ ও দৈনিক স্টারলাইন বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, সংগঠনের উপদেষ্টা ফয়সাল পাটোয়ারী প্রমুখ।
কমিটিতে আব্দুল মান্নাফ সৌরভ, শহিদুল ইসলাম, আতিকুল ইসলামকে সহ-সভাপতি, নুর শিহাবকে যুগ্ম সাধারণ সম্পাদক, বোরহান উদ্দিনকে অর্থ সম্পাদক, নুরুল আলম রবিনকে সাংগঠনিক সম্পাদক, ইয়াছিন মিনহাজকে দপ্তর সম্পাদক ও জাহিদুল ইসলাম সজিবকে প্রচার সম্পাদ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে লস্করহাট ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশন বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে রক্তদান, ব্লাড গ্রুপিং, ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
সম্পাদনা:আরএইচ/এইচআর







