বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ফেনী জেলার সাবেক এবং বর্তমান ক্যাডেটদের নিয়ে ফেনী জেলা বিএনসিসি পরিবারে উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) শহরের টেষ্ট এন্ড বেষ্ট রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার মো. আক্তার হোসেন। ইফতার মাহফিল শেষে উপস্হিত প্রাক্তন ক্যাডেটদের সম্মতিতে ফেনী জেলা বিএনসিসি পরিবারের ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন এক্স সিইউও হাসান মোহাম্মদ মাহফুজ, যুগ্ম আহবায়ক- খন্দকার তৌহিদুল ইসলাম রানা, এক্স সিইউও মাহমুদুল হাসান রনি, এক্স সিইউও জিয়াউল হক ভুঁঞা আরিফ, এক্স সিইউও আজগর আলী, এক্স সিইউও হোসাইন আরমান।
আহ্বায়াক কমিটির সদস্য – রিয়াজ আহসান সুমন, মাঈন উদ্দিন ভূঁঞা, সাইফুদ্দিন রাশেদ, রশিদ আহমদ মজুমদার, রহমত উল্ল্যাহ জিংকু, আব্দুল হাকিম পাটোয়ারী, রাহাত চৌধুরী।
নবগঠিত কমিটির আহ্বায়ক এক্স সিইউও হাসান মোহাম্মদ মাহফুজ বলেন, ফেনী জেলার সকল ক্যাডেটদেরকে একত্রিত করার জন্য আমাদের এ সংগঠনের পথচলা। আমরা চেস্টা করবো এ সংগঠনের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ করে সমাজের উপকারে আসতে।