রোটার‌্যাক্ট ক্লাব ফেনী রাইজিং সানের সভাপতি তৃপ্তি, সম্পাদক এনামুল • নতুন ফেনীনতুন ফেনী রোটার‌্যাক্ট ক্লাব ফেনী রাইজিং সানের সভাপতি তৃপ্তি, সম্পাদক এনামুল • নতুন ফেনী
 ফেনী |
২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রোটার‌্যাক্ট ক্লাব ফেনী রাইজিং সানের সভাপতি তৃপ্তি, সম্পাদক এনামুল

শহর প্রতিনিধিশহর প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০২ অপরাহ্ণ, ১১ জুন ২০২২

রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী রাইজিং সান এর ২০২২-২৩ রোটারী বর্ষের জন্য সভাপতি পদে সাদিয়া নাজনীন তৃপ্তি, সাধারণ সম্পাদক পদে এনামুল হক এবং ২০২৩-২৪ রোটারি বর্ষের লোকমান হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি পদে এ্যডভোকেট মুহাম্মদ শারিদ, সহ-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাহিন, কোষাধ্যক্ষ শাহজালাল, ক্লাবসেবা অফিসার মোহাম্মদ ইব্রাহিম রাজু,সমাজ সেবা পরিচালক মুমিনুল হাসান মারুফ, পেশা উন্নয়ন পরিচালক মেহেদী হাসান হৃদয়, আন্তর্জাতিক সেবা পরিচালক মীর হোসেন মিরাজ, অর্থসেবা পরিচালক সাদ্দাম হোসেন জনি, ফাউন্ডেশন পরিচালক ফাহিম বিন ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন, সহ সম্পাদক হাসনাত ইফতেখার, সার্জেন্ট এ্যাট আর্মস আহসান হাবীব, জয়েন্ট সার্জেন্ট এ্যাট আর্মস ইমতিয়াজ ইসলাম নিফাত নির্বাচিত হয়েছেন।

ক্লাব সভাপতি রোটার‌্যাক্টর জসিম উদ্দিনের সভাপতিত্বে ২য় ক্লাব কনফারেন্সে উপস্থিত ছিলেন রোটারিয়ান সিপি আব্দুল আউয়াল সবুজ, পিপি সাইদুল মিল্লাত মুক্তা, আর সি সি পিপি নজরুল ইসলাম সবুজ, পিপি সেফায়েত উল্যাহ।

এছড়াও উপস্থিত ছিলেন এডিআরআর রোটার‌্যাক্টর সিপি সাইফুদ্দিন রাশেদ, এডিশনাল ডিষ্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারী পিপি ওসমান গনি রাসেল, রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ পিপি সাহাব উদ্দিন ভূঞাঁসহ বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও সদস্য বৃন্দ।

উক্ত সম্মেলনে এ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রোটা. সিপি কবির আহমদ।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.