রোটার‌্যাক্ট ক্লাব ফেনী সেন্ট্রালের সভাপতি বাবলু, সম্পাদক হিমেল • নতুন ফেনীনতুন ফেনী রোটার‌্যাক্ট ক্লাব ফেনী সেন্ট্রালের সভাপতি বাবলু, সম্পাদক হিমেল • নতুন ফেনী
 ফেনী |
২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রোটার‌্যাক্ট ক্লাব ফেনী সেন্ট্রালের সভাপতি বাবলু, সম্পাদক হিমেল

শহর প্রতিনিধিশহর প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৯ অপরাহ্ণ, ১১ জুন ২০২২

আন্তর্জাতিক যুব সেবা সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের ২৩ তম ক্লাব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি অভিযাত রেস্টুরেন্টে ক্লাব সম্মেলনে ২০২২-২৩ রোটারী বর্ষের সভাপতি পদে রোটার‌্যাক্টর জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও সাধারণ সম্পাদক রোটার‌্যাক্টর হিমেল দাস নির্বাচিত হয়েছেন।

বর্তমান ক্লাব সভাপতি রোটার‌্যাক্টর তানভীর রহমান রায়হান’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট- ৩২৮২ এর পদ্মা জোনের এসিস্ট্যান্ট গভর্নর ও রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রালের সাবেক সভাপতি রোটারিয়ান. ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার।

এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রাক্তন সভাপতি ও রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট- ৩২৮২ এর ডি.আর.আর নমিনি- রোটার‌্যাক্টর শরীফুল ইসলাম অপু।

আরও উপস্থিত ছিলেন, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব এর প্রাক্তন সভাপতি ও রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট- ৩২৮২ এর ডিআরআর ফাউন্ডেশন কমিটি মেম্বার রো. আরাফাতুল মিল্লাত দিপুল, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রাক্তন সভাপতি জিয়া উদ্দিন, মোঃ আসিফ, মোঃ আবদুস সালাম, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী গভঃ কলেজের প্রাক্তন সভাপতি নাজমুউদ্দিন জিকু, ওসমান গনি রাসেল, বর্তমান সভাপতি হোসাইন আরমান, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্বের সভাপতি ইপুল মিল্লাত, ফেনী সিটির সভাপতি আবু বকর সিদ্দিক ডালিম, ফেনী মুহুরীর সভাপতি শেখ ফরিদ, ফেনী টাউনের সভাপতি কামরুল হোসাইন রুবেলসহ ও অন্যান্য সদস্যবৃন্দ।

ক্লাব সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রোটার‌্যাক্টর পি.পি সাহাব উদ্দিন ভূঁইয়া।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.