দাগনভূঞার ১৬ গুণীজনকে সম্মাননা দিলো প্রত্যয় ব্লাড ডোনার ক্লাব • নতুন ফেনীনতুন ফেনী দাগনভূঞার ১৬ গুণীজনকে সম্মাননা দিলো প্রত্যয় ব্লাড ডোনার ক্লাব • নতুন ফেনী
 ফেনী |
১০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দাগনভূঞার ১৬ গুণীজনকে সম্মাননা দিলো প্রত্যয় ব্লাড ডোনার ক্লাব

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৮ অপরাহ্ণ, ২৪ জুন ২০২২

ফেনীর দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় ব্লাড ডোনার ক্লাবের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সমাজসেবায় অবদানের জন্য ১৬ গুণীজনকে সম্মাননা দেয় সংগঠনটি। সম্মাননা প্রাপ্তরা হলেন- ওমরাবাদ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, রেমিটেন্স যোদ্ধা আব্দুল লতিফ ভূঞা, সাপুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহির উদ্দিন পলাশ, বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. জাকির হোসেন, সমাজসেবক কাজী আবদুল মতিন ভূঞা, রেমিটেন্স যোদ্ধা জামাল উদ্দিন রনি, ফজলুল হক রুবেল, ইমাম হোসেন বাবলু, মো. রিফাত ভূঞা, আবু তৈয়ব জুয়েল, শাহীন আলম, জহিরুল আলম সিফাত, যুবনেতা ইসমাইল হোসেন রুমেজ, ব্যবসায়ী মো. আলী হোসেন, সমাজসেবক দ্বীন মোহাম্মদ ও কপিল উদ্দিন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপ্ত টিভির রিপোর্টার প্রভাষক আবদুল্লাহ আল-মামুন। এসময় অনুভূতি ব্যক্ত করেন গজারিয়া বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবদুল মতিন ভূঁইয়া, বিকিরণ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো. জাকির হোসেন, সমাজসেবক আবদুল লতিফ ভূঁইয়া, রেমিটেন্স যোদ্ধা জামাল উদ্দিন রনি, ফজলুল হক রুবেল, ইমাম হোসেন বাবলু, মো. রিফাত ভূঞা।

সাপুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহির উদ্দিন পলাশের সঞ্চালনায় সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রত্যয় ব্লাড ডোনার ক্লাবের সাংগঠনিক সম্পাদক জয় ভূঞা, অর্থ সম্পাদক আজিম ভূঞা, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক অভি ভূঞা, ক্রীড়া বিষয়ক সম্পাদক নোমান, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব ভূঞা, সংগঠনের সদস্য রাহিম, রবিন, সায়েদ, ইমতিয়াজসহ স্থানীয় বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে হতদরিদ্রদের কল্যাণে একটি অ্যাম্বুলেন্স কেনার বিষয়ে আলোচনা হয়।

শেষে সম্মাননা প্রাপ্তদের হাতে স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.