ছাগলনাইয়ায় ফুটবল খেলোয়াড় রকিব’র মৃত্যুতে ইফতার ও দোয়া মাহফিল করেছে এসএসসি ২০১৬ ব্যাচের শিক্ষার্থীরা।
রবিবার বিকেলে পৌর শহরের বিভিন্ন স্থানে অসহায় দু:স্থ এবং সুবেদারি রাস্তার মাথা সংলগ্ন হেল্পিং মাইন্ড’র স্কুলে পথশিশু শিক্ষার্থীদের হাতে ইফতার তুলে দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনীর সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সাংবাদিক জিয়াউল হক রুবেল, ব্যবসায়ী সাইফুল ইসলাম রিংকু, এসএসসি ২০১৬ ব্যাচের শিক্ষার্থী ও ঢাকা বেকারীর স্বত্তাধীকারী আব্দুল্লাহ আল মামুন, প্রবাসী ফোরকান মিয়াজি,
স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিং মাইন্ড’র প্রতিষ্ঠাতা সদস্য মো: কামরুল হাসান, সদস্য রায়হান উদ্দিন অভি, মো: ফাহিম মুনতাসীর নূহাশ, সাদবিন, সাকিবসহ সংগঠনের সদস্যবৃন্দ। শেষে স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিং মাইন্ড স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন স্থানে অসহায়, হতদরিদ্র মানুষের হাতে ৪ শতাধিক ইফতারের প্যাকেট তুলে দেন এসএসসি ২০১৬ ব্যাচের শিক্ষার্থীরা।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ