ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান।
ইনস্টিটিউটের কার্যকরী কমিটির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী, ইনস্টিটিউটের সহ-সভাপতি আ ক ম সাহেদ রেজা শিমুল ও সহ-সভাপতি এ এস এম নুর উদ্দীন (বাবুল)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইনস্টিটিউটের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার এবং বার্ষিক অডিট পেশ করেন কোষাধ্যক্ষ এমএস হাসান জুয়েল।
হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. রওজাতুর রুম্মানের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র কনসালটেন্ট ডা. সাহ নেওয়াজ সিরাজ মামুন, আজীবন সদস্য খোন্দকার নজরুল ইসলাম ও ডা. আবদুল মতিন প্রমূখ।
সম্পাদনা: আরএইচ/








