ফেনীতে অস্বচ্ছল পরিবারের মাঝে রোটার্যাক্ট ক্লাব অব ফেনী’র সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
শনিবার সকালে রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের উদ্যোগে প্রোগ্রাম চেয়ার রোঃ সাহাব উদ্দিন ভুঁঞা’র ব্যবস্থাপনায় স্বাবলম্বী করনের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণের সময় উপস্থিত ছিলেন, রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান ইঞ্জিঃ চঞ্চল দে সরকার, রোটার্যাক্ট জেলা সঙ্গঠন ৩২৮২ বাংলাদেশের ডিআরআর শরিফুল ইসলাম অপু,
প্রোগ্রাম চেয়ার ডিডিআরআর রোঃ সাহাব উদ্দিন ভুঁঞা, ক্লাব প্রেসিডেন্ট রোঃ মোঃ সালাহ উদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট রোঃ হিমেল দাস, সেক্রেটারী রোঃ সুমন ইসলাম, কোষাধ্যক্ষ রোঃ আবু নাছির জুয়েল প্রমুখ।
সম্পাদনাঃ আরএইচ