পরশুরামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাদকবিরোধী আলোচনা সভা ও বই বিতরণ করেছে ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার।
বুধবার বিকেলে পরশুরাম উপজেলার বিলোনিয়া ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী সরকারি কলেজ ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাক হোসেন।
ভাটিয়াল পাঠাগারের সভাপতি আলমগীর মাসুদের সভাপতিত্বে মাদকবিরোধী আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল সাত্তার ভূঁইয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন, মুনতাসির রহমান, একুশের কবিতা ও ছড়া পাঠ করেন, আবদুর রহমান শাকিল, ফাহিমা সেতু, আব্দুল কালাম, ফাতিহা ইসলাম ও ফিরোজ হোসেন। মাতৃভাষা, মাতৃভূমি ও বাংলার সংস্কৃতি সম্পর্কে আলোচনা রাখেন অতিথিরা। আলোচনা রাখেন, সমাজে পাঠাগারের গুরুত্ব ও মাদকের বিরুদ্ধে।
অনুষ্ঠান শেষে সামাজিক সচেতনতামূলক সংগঠন ইতিবাচক’র সহযোগিতায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণির ৩০জন শিক্ষার্থীকে খাতা-কলম ও গল্পের বই উপহার দেওয়া হয়।
সম্পাদনাঃ আরএইচ