সোনাগাজীতে প্রবাসী স্বেচ্ছাসেবী ফোরাম’র ঈদ উপহার প্রদান • নতুন ফেনীনতুন ফেনী সোনাগাজীতে প্রবাসী স্বেচ্ছাসেবী ফোরাম’র ঈদ উপহার প্রদান • নতুন ফেনী
 ফেনী |
১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে প্রবাসী স্বেচ্ছাসেবী ফোরাম’র ঈদ উপহার প্রদান

আলমগীর রিপন, নিজস্ব প্রতিনিধিআলমগীর রিপন, নিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৩ অপরাহ্ণ, ০৭ এপ্রিল ২০২৪

সোনাগাজীতে পত্রিকা বিপনন কর্মীসহ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার (নগদ অর্থ) প্রদান করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) প্রবাসী স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আলমগীর হোসেনের তত্বাবধানে ঈদ উপহার প্রদান উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, ছাড়াইকান্দি আলোকিত সমাজের ক্যাশিয়ার ওমর ফারুক, সোনাগাজী স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক তারেক আজিজ, মাদ্রাসাতুত তাকওয়া সোনাগাজীর পরিচালক হাফেজ মাওলানা মনসুরুল হক, নকীব সাংস্কৃতিক ফোরাম সোনাগাজীর সংস্কৃতি বিষয়ক সম্পাদক বায়েজীদ হোসেন, মহেশ্চর যুব সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন, প্রবাসী স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য আকবর হোসেন জামশেদ উপস্থিত ছিলেন।

এসময় সোনাগাজী উপজেলায় কর্মরত সকল পত্রিকা বিপনন কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ তুলে দেয়া হয়।

কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী স্বেচ্ছাসেবী ফোরাম সোনাগাজীর প্রতিষ্ঠাতা সৌদী প্রবাসী আলমগীর হোসেন।

প্রবাসী স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আলমগীর হোসেন বলেন, দেশের বাহিরে অবস্থান করা স্বেচ্ছাসেবী মানসিকতা সম্পন্ন শতাধিক রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে সংগঠনটি পথচলা শুরু করে। এরপূর্বে সংগঠনের পক্ষ থেকে আমরা দরিদ্র পরিবারকে ঘর নির্মানে সহযোগিতা, মসজিদ সংস্কার, ঈদ সামগ্রী বিতরণ, ঈদ উপহার ও চিকিৎসাহ সহায়তা দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়।

সম্পাদনাঃ আরএইচ/এএইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.