ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফুলগাজীর শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর ফেনী জেলা কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, খেলাঘর ফেনী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ মনির আহমদ, কোষাধ্যক্ষ আহমেদুল হক খোকন, সদস্য ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি মেহরাব হোসেন মেহেদি, আলোকধারা আসরের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম বিল্লাহ ভুঞা, নাজমুল আলম, মোহাম্মদ কামরুল প্রমুখ।
এসময় শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন খেলাঘর নেতৃবৃন্দ।
সম্পাদনাঃ আরএইচ