ছাগলনাইয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান • নতুন ফেনীনতুন ফেনী ছাগলনাইয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান • নতুন ফেনী
 ফেনী |
৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৫৩ অপরাহ্ণ, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ছাগলনাইয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৭০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেছে কক্সবাজারের ন্যায়বিচার ও পরিবেশ বিষয়ক সংগঠন ইন্টিগ্রেটেড জাস্টিস এন্ড ক্লাইমেট একশন।

শনিবার পৌর শহরের বাসার সিটি কমপ্লেক্সে নগদ অর্থ
প্রদানে উপস্থিত ছিলেন, অনলাইন নিউজ পোর্টাল ছাগলনাইয়া ডট কমের সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, শিলাপাঠের সম্পাদক হানিফ মজুমদার এবং ইন্টিগ্রেটেড জাস্টিস এন্ড ক্লাইমেট একশনের প্রতিনিধি ওমর ফারুক আবির।

সাংবাদিক জাহাঙ্গীর কবির লিটন বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত ফেনীবাসীর পাশে দাঁড়ানোয় ইন্টিগ্রেটেড জাস্টিস অ্যান্ড ক্লাইমেট একশন এর প্রতি কৃতজ্ঞতা জানান।

লেখক ও গবেষক হানিফ মজুমদার বলেন, দূরবর্তী জেলা কক্সবাজার থেকে এসে ফেনীবাসীর পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা মানবতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া তিনি বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সারা দেশের মানুষ যেভাবে ফেনীবাসীর পাশে দাঁড়িয়েছে তা অতুলনীয়। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।

আইজেসিএ প্রতিনিধি ওমর ফারুক আবির বলেন, ফেনী এবারের বন্যায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা অবর্ণনীয়। আমরা আমাদের সীমিত সামর্থে আপনাদের পাশে দাঁড়াতে পেরে নিজেরাই আনন্দিত।

এতে সহায়তা প্রাপ্তদের পক্ষ থেকে নজরুল ইসলাম, জামিল উদ্দিন ও হাসিনা আক্তার ক্ষয়ক্ষতির উল্লেখ এবং বন্যার ভয়াবহতার চিত্র তুলে ধরেন ও সহায়তাকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদনাঃ আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.