ফেনী মুহুরি লিও ক্লাবের ডায়াবেটিস সচেতনতামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) মহিপাল সরকারি কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সালাহ উদ্দিন আহম্মদ, ফেনী প্রেস ক্লাব ও লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরির প্রাক্তন সভাপতি লায়ন মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাছিমা আক্তার, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. শাহাব উদ্দিন ।
ক্লাবের কো-অর্ডিনেটর লিও সুমাইয়া সুলতানা শানুর সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাব সেক্রেটারি লিও নাদিয়া আক্তার, ক্লাবের কো-অর্ডিনেটর ও মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি লিও গাজী সালাউদ্দিন আমান, সার্জেন্ট লিও শাহরিয়ার হাসান, জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর লিও তানজিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কুইজ প্রতিযোগিতা ও ডায়াবেটিস সচেতনামূলক সেমিনারে কলেজের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আরএইচ/এনজেটি