পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে আটক দুই মটর সাইকেল চোরকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। রাববার দুপুর ২টায় পরশুরাম থানা পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
জানা যায, দীর্ঘ দিন ধরে উপজেলার বকস মাহমুদ ইউনিয়নের দক্ষিন টেটেশ্বর গ্রামের তাজুল হকের ছেলে মো. মিরু (২২) ও উত্তর চারিগ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. হাসান (২১) মটর সাইকেল চুরির সাথে জড়িত। শনিববার রাতে এলাকাবাসীর সহায়তায় পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল জানান, এরা দীর্ঘদিন ধরে মোটর সাইকেল চুরি করে আসছিল। আটকের পর তারা এ পর্যন্ত ১৭ টি মোটর সাইকেল চুরির কথা স্বীকার করেছে।
পরশুরাম থানার পরিদর্শক (তদন্ত) দেবপ্রিয় দাস জানান, আটককৃতদের বিরুদ্ধে চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ
পরশুরামে আটক দুই মটর সাইকেল চোর জেল হাজতে
