সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার বালিগাঁতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের ফকির হাট ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, ওই দিন রাতে ফকির বাড়ির হাফেজ আহাম্মদের ঘরের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ১৫/২০ জন ডাকাত ভেতরে প্রবেশ করে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার, ১ টি ল্যাপটপ, ৬টি স্মাটফোন ও নগদ ২৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা হাফেজ আহাম্মদ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ প্রেরণ করা হয়েছে।
সম্পদনা: এনকে
বালিগাঁওতে দুধর্ষ ডাকাতি ॥ ১০ লাখ টাকার মালামাল লুট







