ছাগলনাইয়ায় একদিনে তিন ডাকাতি • নতুন ফেনীনতুন ফেনী ছাগলনাইয়ায় একদিনে তিন ডাকাতি • নতুন ফেনী
 ফেনী |
২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় একদিনে তিন ডাকাতি

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৩ অপরাহ্ণ, ১৭ আগস্ট ২০১৫

ছবি: আহত খোকন

ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় একদিনে তিন ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিনগত রাত ২টার দিকে পৌরসভার উত্তর পানুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলায় আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, ওই এলাকার মৃত সৈয়দের রহমানের বাড়ীতে হানা দেয় স্ব-সস্ত্র ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল। ডাকাতরা তার ঘরের গ্রীল কেটে ঘরে প্রবেশ করে গুলি চালায়। গুলিতে সৌদি প্রবাসী আব্দুর রহমান (৩৫) গুরুতর আহত হন। এসময় ২২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা ও ৬টি মোবাইল সেট নিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে স্থাস্থনীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করায়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে।

pic1
একই দিন ওই গ্রামের ব্যাবসায়ী কাজী সানু মিয়ার ছেলে কুয়েত প্রবাসী সিরাজুল ইসলামের বাড়ীতে জোরপূর্বক প্রবেশ করে ডাকাত দল। এসময় পরিবারের লোকজনের হাত বেঁধে ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল সেট ও ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
একই গ্রামের মৃত মীর হোসেন সওদাগরের বাড়ীতে ঢুকে ডাকাতরা তার ছেলে রবিউল হক খোকন (৪৫), মোঃ ইয়াছিন (৩৫), ওসমান গনিকে (৩২) কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসয় তারা ২ ভরি স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল সেট নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। পরে ইয়াসিনকে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার ও ছাগলনাইয়া থানার পরিদর্শক রাশেদ খান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.