শহর প্রতিনিধি>>
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিলটি শহরের এসএসকে সড়কের জহিরিয়া মসজিদ’র সামনে থেকে শুরু হয়ে ট্রাংক রোডে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলনের ফেনী জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সেক্রটারী মাওলানা নুরুল করিম, সমাজকল্যাণ সম্পাদক ডা. মোজাম্মেল হক, একরামুল হক প্রমূখ বক্তব্য রাখেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
